আজকের বাংলা চলচ্চিত্র কোন পথে হাঁটছে?
আমাদের চলচ্চিত্র কি ছিল? কোন দিকে এগোচ্ছে বাংলা চলচ্চিত্র? এক কথায় বলাই যায়, ছিল ত বহু কিছু, তবে এখন দ্রুত প্রসারে মহাপতনের দিকে এগোচ্ছে। তবে এই লক্ষনটি ভালো। বাঙালির পিঠ দেওয়ালে না ঠেকলে বাঙালি ঘুরে দাঁড়ায় না। আমাদের কোনো সংগ্ৰামী-ই রক্ত ছাড়া হয় না। স্বাধীধতা সংগ্ৰাম থেকে দেশভাগ, মুক্তি যুদ্ধ বা ভাষা আন্দোলন সবেতেই রক্তক্ষয় হয়ে এসেছে। তেমনি চলচ্চিত্র শিল্পেও রক্তক্ষরনটা জরুরী।
কলকাতা ও ঢাকার বড় বড় বাজেটের ছবি সুন্দর ছবিগুলোও মুখ থুবড়ে পড়ছে। কিছু কিছু স্বার্থলোভী চলচ্চিত্র ব্যাবসায়ী দুটো পয়সার চটজলদি আয়ের জন্য টেলিভিশনের চ্যানেলগুলোকে বিক্রি করে দিচ্ছে। তাছাড়া ইংরেজি ভাষী বাঙালি মায়েরা ছেলেমেয়েদের বাংলা ভাষা না শিখিয়ে, বাংলা আমাদের মাতৃভাষাকে দূরেয়সরিয়ে রাখার জন্য বাংলা সিনেমার অবনতি ঘটছে। ফলে ঢাকা ও কলকাতা দুই শহরেরই সিনেমায় ধ্বস নামছে। সিনেমার দর্শক নাটক-থিয়েটার দেখে না আর নাটক-থিয়েটারের দর্শকরা সিনেমা দেখে না। আবার টেলিভিশনের চ্যানেলগুলো জাতীয় পুরস্কারে, বিদেশী পুরস্কারে শোকেস সাজিয়ে ফেলছে। বাংলা সিনেমার বা নাটকের অবনতির আরেকটা অন্যতম কারন ধুম-তা-না-না-ধুম বাংলা মেগা সিরিয়ালগুলো। আজকের বাংলা সিরিয়ালগুলোর স্বামীদের একাধিক নারীসঙ্গ নিয়েই হিট হয়ে যাচ্ছে। ' হামি', 'প্রাক্তন', 'লোড-শেডিং' এমন বহু সিনেমা থ্রিলার ছবি, আর্ট ছবি, ডিটেকটিভ ছবিগুলো মুখ থুবড়ে পড়ছে। শুধু দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। পরিচালকদের তাদের উন্নতমানের আশায়বিভূতিভুষন বন্দ্যোপাধ্যায় এর " চাঁদের পাহাড় " এর মত বাংলা ছবিগুলোর আসল গল্পগুলো কে রিমেক করিয়ে তারপর দক্ষিন ভারতের ছবিগুলো কে বাংলায় রিমেক করে বাংলা সিনেমায় অবনতি ঘটাচ্ছে।
আমার কাছে মন যে করে উড়ু উড়ু, পাগলু, লে-হালুয়া-লে, জানে মন, লাভেরিয়া, হৈ চৈ আনলিমিটেড, রকি, রংবাজ, জামাই ৪২০, কেলোর কীর্তির মত সিনেমাগুলো খারাপ বাবুর্চি দিয়ে ভালো মসলা ছাড়া রান্নার মত। এইরকম বাংলা সিনেমার জন্য ত দর্শকরা মুখ ফিরিয়ে থাকবেই।
কিছু জ্ঞানমূর্খ সিনেমার পরিচালক রা নিজেদের সিনেমাগুলোকে ফ্লিম ফেস্টিভ্যালে, ফ্লিম ক্লাবে বা সেমিনারে দশভাগ দর্শক কে ছবি দেখিয়ে এরা প্রমান করতে চায়, এরাই ভালো ছবির নির্মাতা। আর দেশের সরকার, মিডিয়া সবাই এইসব নির্মাতাদের বাড় খাইয়ে অসাধারন ভাবাতে শুরু করে। আর এইসব পরিচালকরা ভাউ খেয়ে নিজেদের অসাধারন ভাবতে শুরু করে। আর তখন থেকেই দর্শকদের কাছ থেকে দূরে সরে যায়।
ভাল ছবি কারা দেখে? এটা বড় প্রশ্ন! আমার মনে হয়, রাজ্যের সাত শতাংশ লোক ভালো সিনেমা দেখে। আর বাকি তিরানব্বই শতাংশ মধ্যবিত্ত মানুষ যাদের মধ্যে ষাট শতাংশ মানুষ রোজ খেটে খাওয়া মানুষ। এদের একমাত্র ফেব্রুয়ারী মাসটা দুটো দিন কম থাকায়, এই মাস ভাল ভাবে চলে। তারা কি করে ভাল ছবি দেখবে? তারা ভাল নির্মাতাদের ছবি খুব কমই দেখে। সেইসব মানুষরা সারা দিনের কাজের শেষে অকর্মণ্য, অর্ধশিক্ষিত নির্মাতাদের অশ্লীল ছবি, মারদাঙ্গা ছবির ভাড়ামো দেখতে বসে যায়। আর এই সব বাড়ির মহিলারা নির্লজ্জ অভিনেতাদের মেগা সিরিয়াল গুলো টেলিভিশনে চালিয়ে সামনে বসে পড়ে। আর যারা ভাল নির্মাতা তারা তাদের লক্ষ্মন গন্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে। তারা ভাল স্পন্সার পান অথচ এই ভালোর রেজাল্টটা সাধারন দর্শকরা দেখতে পান না। এইসব ভাল নির্মাতারা সেই সাত শতাংশ মানুষদের নিয়ে ভালোটার স্বাদ গ্ৰহন করে।
' চলচ্চিত্র ' শব্দটিকে বাঙালির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেপ্রসার করাতে হবে। শুধু মেডেল গলায় ঝোলালেই হবে না। সেই ভাল চলচ্চিত্রটি প্রতিটি বাঙখলির মনে প্রানে রাখতে হবে। সেটার দিকে নির্মাতাদের নজর দিতে হবে। যে ছবিটি দেখলে সাধারধ দর্শকরা কাঁদবে, হাসবে, ভাবতে শেখাবে। সেইরকম ছবি নির্মাতাদের বানাতে হবে। শুধুমাত্র আর্ট ছবিই ভাল হয় তা নয়, বিনোদন ছবিও ভাল হতেই হবে। শুধু নারী চারিত্রিকদের পেট, লম্বা লম্বা ঠ্যাং দেখালে বা দেশের বাইরে ছবির স্যুট করলেই ছবি ভাল হয় না। এই রকম সিনেমাএতে বাংলা ছবির সংস্কৃতি মরে যাচ্ছে। উত্তম কুমারের "থানা থেকে আসছি" র মত সিনেমাও একটি ঘরেও বা একটি স্থানেও ছবি ভাল হয়।
শুধু নির্মাতাদের বা দর্শকদেরও দোষ দিলেই হয় না। এখন ভালো অভিনেতারও অভাব আছে। বিগত দশকে উত্তম কুমার বা সৌমিত্র চ্যাটার্জীর মত অভিনয়ে পারদর্শী অভিনেতা একটিও নেই। সোজা কথায় বলাই যাই, বাংলা ভালো ছবি আর একটিও হচ্ছে না। আর যেগুলো হচ্ছে তার ভালো রেজাল্ট সাধারন দর্শকরা দেখতে পাচ্ছে না।
এবার যদি সিনেমা হল মালিকদের কথা বলি, তারা সহজে বাংলা ছবি নিচ্ছে না। খুব ভাল নির্মাতা বা পরিচালকদের ছবি ছাড়া। তারা মনে করে বাংলায় ভাল ছবি হয় না।বাঙালি ভালো ছবি নির্মান করতে পারে না। বাঙালি প্রডিউসার ত নেইই। হল মালিকরা কিছু লাভের জন্য তাদের হলে বলিউড ও বিদেশী সিনেমাগুলোকে স্থান দিচ্ছে। আর যেসব হলমালিক রা বিদেশী ছবিগুলোর স্থান দিতে পারছে না, তাদের হলগুলো বন্ধ গোডাউনে পরিনত হচ্ছে।
বর্তমানে কলকাতার বাংলা ছবিতে ভালোই লাভ হচ্ছে। আগের থেকে ভালো ছবিও নির্মান হচ্ছে। তবে টিকিটের মূল্যর সংখ্যাটা আরেকটু কমালে, সাধারন দর্শকরা দেখতে পারেন। তাতে এখনের থেকে আরোও বাংলা ছবিতে লাভ বেশিই হবে। প্রতিটি বাংলা ছবি সিনেমা হলগুলোয় স্থান দিতে হবে। আর চটজলদী লাভের আশায় টেলিভিশনের চ্যানেলগুলোকে ছবি বিক্রি করা বন্ধ করতে হবে। সিনেমা হলমালিকদের তাদের হলগুলোকে পরিষ্কার করতে হবে। যতসব অশিক্ষিত, অকর্মণ্য সিরিয়াল পরিচালকদের মেগা সিরিয়াল তৈরী করা বন্ধ করতে হবে। এরা আর্ট ঠিক বোঝেনা। ভালো গল্পের অনুসন্ধান করতে পারেনা। বাংলা ভালো ছবি দর্শকদের, ছাত্রছাত্রীদের, গবেষকদের, বুদ্ধিজীবী দের সুচিন্তার প্রকাশ ঘটায়।
আর অবশেষে বলব বাংলা সিনেমা শুধু বাঙালি দর্শক নয়, দেশের সমস্ত সাধারন দর্শকদেরও দেখা উচিত। ভালো বাংলা ছবি বাংলার তথা বাঙালির ইতিহাস, সংস্কৃতি, দৈনন্দিনের কাহিনী ও তথ্যসম্পূর্ণ ঘটনা খুব সুন্দর করে ফুঁটিয়ে তোলে। একটি ভাল বাংলা ছবি তৈরী করতে নির্মাতা থেকে সাধারন ফ্লিম লেবার সবাইকে গুনগতমানের কাজ করতে হবে, তবেই দর্শকরা দেখবে। তাহলেই ভাল ছবি সৃষ্টি হবে। নয় ত আমাদের দেওয়ালে পিঠ ঠেকার অপেক্ষা করতে হবে।
আমাদের চলচ্চিত্র কি ছিল? কোন দিকে এগোচ্ছে বাংলা চলচ্চিত্র? এক কথায় বলাই যায়, ছিল ত বহু কিছু, তবে এখন দ্রুত প্রসারে মহাপতনের দিকে এগোচ্ছে। তবে এই লক্ষনটি ভালো। বাঙালির পিঠ দেওয়ালে না ঠেকলে বাঙালি ঘুরে দাঁড়ায় না। আমাদের কোনো সংগ্ৰামী-ই রক্ত ছাড়া হয় না। স্বাধীধতা সংগ্ৰাম থেকে দেশভাগ, মুক্তি যুদ্ধ বা ভাষা আন্দোলন সবেতেই রক্তক্ষয় হয়ে এসেছে। তেমনি চলচ্চিত্র শিল্পেও রক্তক্ষরনটা জরুরী।
কলকাতা ও ঢাকার বড় বড় বাজেটের ছবি সুন্দর ছবিগুলোও মুখ থুবড়ে পড়ছে। কিছু কিছু স্বার্থলোভী চলচ্চিত্র ব্যাবসায়ী দুটো পয়সার চটজলদি আয়ের জন্য টেলিভিশনের চ্যানেলগুলোকে বিক্রি করে দিচ্ছে। তাছাড়া ইংরেজি ভাষী বাঙালি মায়েরা ছেলেমেয়েদের বাংলা ভাষা না শিখিয়ে, বাংলা আমাদের মাতৃভাষাকে দূরেয়সরিয়ে রাখার জন্য বাংলা সিনেমার অবনতি ঘটছে। ফলে ঢাকা ও কলকাতা দুই শহরেরই সিনেমায় ধ্বস নামছে। সিনেমার দর্শক নাটক-থিয়েটার দেখে না আর নাটক-থিয়েটারের দর্শকরা সিনেমা দেখে না। আবার টেলিভিশনের চ্যানেলগুলো জাতীয় পুরস্কারে, বিদেশী পুরস্কারে শোকেস সাজিয়ে ফেলছে। বাংলা সিনেমার বা নাটকের অবনতির আরেকটা অন্যতম কারন ধুম-তা-না-না-ধুম বাংলা মেগা সিরিয়ালগুলো। আজকের বাংলা সিরিয়ালগুলোর স্বামীদের একাধিক নারীসঙ্গ নিয়েই হিট হয়ে যাচ্ছে। ' হামি', 'প্রাক্তন', 'লোড-শেডিং' এমন বহু সিনেমা থ্রিলার ছবি, আর্ট ছবি, ডিটেকটিভ ছবিগুলো মুখ থুবড়ে পড়ছে। শুধু দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। পরিচালকদের তাদের উন্নতমানের আশায়বিভূতিভুষন বন্দ্যোপাধ্যায় এর " চাঁদের পাহাড় " এর মত বাংলা ছবিগুলোর আসল গল্পগুলো কে রিমেক করিয়ে তারপর দক্ষিন ভারতের ছবিগুলো কে বাংলায় রিমেক করে বাংলা সিনেমায় অবনতি ঘটাচ্ছে।
আমার কাছে মন যে করে উড়ু উড়ু, পাগলু, লে-হালুয়া-লে, জানে মন, লাভেরিয়া, হৈ চৈ আনলিমিটেড, রকি, রংবাজ, জামাই ৪২০, কেলোর কীর্তির মত সিনেমাগুলো খারাপ বাবুর্চি দিয়ে ভালো মসলা ছাড়া রান্নার মত। এইরকম বাংলা সিনেমার জন্য ত দর্শকরা মুখ ফিরিয়ে থাকবেই।
কিছু জ্ঞানমূর্খ সিনেমার পরিচালক রা নিজেদের সিনেমাগুলোকে ফ্লিম ফেস্টিভ্যালে, ফ্লিম ক্লাবে বা সেমিনারে দশভাগ দর্শক কে ছবি দেখিয়ে এরা প্রমান করতে চায়, এরাই ভালো ছবির নির্মাতা। আর দেশের সরকার, মিডিয়া সবাই এইসব নির্মাতাদের বাড় খাইয়ে অসাধারন ভাবাতে শুরু করে। আর এইসব পরিচালকরা ভাউ খেয়ে নিজেদের অসাধারন ভাবতে শুরু করে। আর তখন থেকেই দর্শকদের কাছ থেকে দূরে সরে যায়।
ভাল ছবি কারা দেখে? এটা বড় প্রশ্ন! আমার মনে হয়, রাজ্যের সাত শতাংশ লোক ভালো সিনেমা দেখে। আর বাকি তিরানব্বই শতাংশ মধ্যবিত্ত মানুষ যাদের মধ্যে ষাট শতাংশ মানুষ রোজ খেটে খাওয়া মানুষ। এদের একমাত্র ফেব্রুয়ারী মাসটা দুটো দিন কম থাকায়, এই মাস ভাল ভাবে চলে। তারা কি করে ভাল ছবি দেখবে? তারা ভাল নির্মাতাদের ছবি খুব কমই দেখে। সেইসব মানুষরা সারা দিনের কাজের শেষে অকর্মণ্য, অর্ধশিক্ষিত নির্মাতাদের অশ্লীল ছবি, মারদাঙ্গা ছবির ভাড়ামো দেখতে বসে যায়। আর এই সব বাড়ির মহিলারা নির্লজ্জ অভিনেতাদের মেগা সিরিয়াল গুলো টেলিভিশনে চালিয়ে সামনে বসে পড়ে। আর যারা ভাল নির্মাতা তারা তাদের লক্ষ্মন গন্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে। তারা ভাল স্পন্সার পান অথচ এই ভালোর রেজাল্টটা সাধারন দর্শকরা দেখতে পান না। এইসব ভাল নির্মাতারা সেই সাত শতাংশ মানুষদের নিয়ে ভালোটার স্বাদ গ্ৰহন করে।
' চলচ্চিত্র ' শব্দটিকে বাঙালির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেপ্রসার করাতে হবে। শুধু মেডেল গলায় ঝোলালেই হবে না। সেই ভাল চলচ্চিত্রটি প্রতিটি বাঙখলির মনে প্রানে রাখতে হবে। সেটার দিকে নির্মাতাদের নজর দিতে হবে। যে ছবিটি দেখলে সাধারধ দর্শকরা কাঁদবে, হাসবে, ভাবতে শেখাবে। সেইরকম ছবি নির্মাতাদের বানাতে হবে। শুধুমাত্র আর্ট ছবিই ভাল হয় তা নয়, বিনোদন ছবিও ভাল হতেই হবে। শুধু নারী চারিত্রিকদের পেট, লম্বা লম্বা ঠ্যাং দেখালে বা দেশের বাইরে ছবির স্যুট করলেই ছবি ভাল হয় না। এই রকম সিনেমাএতে বাংলা ছবির সংস্কৃতি মরে যাচ্ছে। উত্তম কুমারের "থানা থেকে আসছি" র মত সিনেমাও একটি ঘরেও বা একটি স্থানেও ছবি ভাল হয়।
শুধু নির্মাতাদের বা দর্শকদেরও দোষ দিলেই হয় না। এখন ভালো অভিনেতারও অভাব আছে। বিগত দশকে উত্তম কুমার বা সৌমিত্র চ্যাটার্জীর মত অভিনয়ে পারদর্শী অভিনেতা একটিও নেই। সোজা কথায় বলাই যাই, বাংলা ভালো ছবি আর একটিও হচ্ছে না। আর যেগুলো হচ্ছে তার ভালো রেজাল্ট সাধারন দর্শকরা দেখতে পাচ্ছে না।
এবার যদি সিনেমা হল মালিকদের কথা বলি, তারা সহজে বাংলা ছবি নিচ্ছে না। খুব ভাল নির্মাতা বা পরিচালকদের ছবি ছাড়া। তারা মনে করে বাংলায় ভাল ছবি হয় না।বাঙালি ভালো ছবি নির্মান করতে পারে না। বাঙালি প্রডিউসার ত নেইই। হল মালিকরা কিছু লাভের জন্য তাদের হলে বলিউড ও বিদেশী সিনেমাগুলোকে স্থান দিচ্ছে। আর যেসব হলমালিক রা বিদেশী ছবিগুলোর স্থান দিতে পারছে না, তাদের হলগুলো বন্ধ গোডাউনে পরিনত হচ্ছে।
বর্তমানে কলকাতার বাংলা ছবিতে ভালোই লাভ হচ্ছে। আগের থেকে ভালো ছবিও নির্মান হচ্ছে। তবে টিকিটের মূল্যর সংখ্যাটা আরেকটু কমালে, সাধারন দর্শকরা দেখতে পারেন। তাতে এখনের থেকে আরোও বাংলা ছবিতে লাভ বেশিই হবে। প্রতিটি বাংলা ছবি সিনেমা হলগুলোয় স্থান দিতে হবে। আর চটজলদী লাভের আশায় টেলিভিশনের চ্যানেলগুলোকে ছবি বিক্রি করা বন্ধ করতে হবে। সিনেমা হলমালিকদের তাদের হলগুলোকে পরিষ্কার করতে হবে। যতসব অশিক্ষিত, অকর্মণ্য সিরিয়াল পরিচালকদের মেগা সিরিয়াল তৈরী করা বন্ধ করতে হবে। এরা আর্ট ঠিক বোঝেনা। ভালো গল্পের অনুসন্ধান করতে পারেনা। বাংলা ভালো ছবি দর্শকদের, ছাত্রছাত্রীদের, গবেষকদের, বুদ্ধিজীবী দের সুচিন্তার প্রকাশ ঘটায়।
আর অবশেষে বলব বাংলা সিনেমা শুধু বাঙালি দর্শক নয়, দেশের সমস্ত সাধারন দর্শকদেরও দেখা উচিত। ভালো বাংলা ছবি বাংলার তথা বাঙালির ইতিহাস, সংস্কৃতি, দৈনন্দিনের কাহিনী ও তথ্যসম্পূর্ণ ঘটনা খুব সুন্দর করে ফুঁটিয়ে তোলে। একটি ভাল বাংলা ছবি তৈরী করতে নির্মাতা থেকে সাধারন ফ্লিম লেবার সবাইকে গুনগতমানের কাজ করতে হবে, তবেই দর্শকরা দেখবে। তাহলেই ভাল ছবি সৃষ্টি হবে। নয় ত আমাদের দেওয়ালে পিঠ ঠেকার অপেক্ষা করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন