সাঁতরাগাছির রাধাকৃষ্ণ মন্দির
হাওড়া সাঁতরাগাছি র চক্রবেরিয়া অঞ্চলে মহেন্দ্র ভট্টাচার্য রোডের প্রোথনাথ ঘোষের ২৬৭টি মন্দির,ছিল, যা আজ বিলুপ্ত। প্রোথ নাথ ঘোষদেরই আদি ভিটেতেই।যা স্থানীয়রা এই বাড়িটিকে রাসবাড়ি বলে। মন্দিরটি মূলত একটি নাট মন্দির সহ একটি রাধাকৃষ্ণ র ঘর। ভগবান কৃষ্ণর মুর্তিটি কষ্টিপাথরের ও রাধা মূর্তিটি অষ্টধাতুর দ্বারা নির্মিত।মন্দিরের পাশেই একটি তুলসীমঞ্চ রয়েছে। এছাড়া পাশেই সুন্দর একটি দুতলা রাসমঞ্চ রয়েছে। রাস উৎসব এখানকার বড় উৎসব। সবচেয়ে আকর্ষন হলো চারদিন ব্যাপি পুতুল নাচ,যা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য উৎসবগুলি হলো স্নানযাত্রা, রথুৎসব, ঝুলনযাত্রা, জন্মাষ্টমী, অনাকুট ও দোলযাত্রা।
জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় পালা গানও হয়।এই দিনে চারবার ভগবান রাধাকৃষ্ণ কে খেতে দেয়।যা ভোরবেলায় সন্ধ্যা আরতির সময় মাখন ও সাদা শিলা (মুড়ি), দুপুরে ভাত, ডাল, ভাজা, তরকারি। এছাড়া চল ভিত্তিক পুডিংও দেওয়া হয়। সন্ধ্যায় লুচি, সুজি এবং রাতে সাড়ে আটটায় দূধ দেয়।
এখানে একটি নহবতখানা ছিল, যা আজ বিলুপ্ত। আজ থেকে দু- তিন মাস আগে ভেঙে ফেলা হয়েছে। আমার কাছে তার একটি ইট রয়েছে।
রথযাত্রা র রথটিও পাশের একটি সেডের তলায় থাকে। রথটি বর্তমানে ১৯২৪ সালে চার হাজার সাত শ টাকায় তৈরি করা হয়।
(যোগাযোগ:- হাওড়া থেকে রামরাজাতলা গামী 52 নম্বর ও আমতলা ওপি টু শ্যামবাজার মিনিবাস এ রাস বাড়ি স্টপেজে নেমে, ডান দিকে। এবং দ্বিতীয় হুগলি সেতুর সাঁতরাগাছি গামী বাসে বেলেপোলে নেমে টো টো য় রাস বাড়ি ও কদমতলা গামী বাসে নতুন রাস্তা য় নেমে টো টো করে রাস বাড়ি এছাড়া বালি সেতুর বাসে ধুলাগড় গামিবাসে বাঁকরা য় নেমে বা বারাসাত টু টিকিয়াপারা য় বাসে করে নতুন রাস্তায় নেমে টো টো করে রাস বাড়ি, )
তথ্য:- (১) হাওড়ার ইতিহাস
(২) হাওড়া জেলার ইতিহাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন