" যুগ সহস্র যোজন পর ভাণু।
লীল্যো তাই মধুর ফল জানু।।"
এই যুক্তিটির যথাযথ ব্যাখ্যা হলো- 'যুগ' শব্দটির অর্থ 'এক যুগ' অর্থাৎ বারো বছর, সহস্র কথার অর্থ হাজার, আর যোজন শব্দটির অর্থ অষ্ট মাইল। অর্থাৎ
যুগ × সহস্র × যোজন
১২০০০ × ১০০০ × ৮
= ৯৬০০০০০ মাইল
১ মাইল= ১.৬ কিলোমিটার
= ৯৬০০০০০ × ১.৬ কিমি
= ১৫৩৬,০০০,০০০,০০ কিমি।
মধুর ফল বলতে হণুমান চালিসায় সূর্যকে বুঝিয়েছে। হনুমান শৈশবে ক্ষুধার্তে সূর্যকে লাল ফল বা মধুর ফল ভেবে খেতে গিয়েছিল। হনুমান সত্যই খেতে গিয়েছিল নাকি, তাহা বলছিনা। তবে এই শ্লোকের মাধ্যমে সূর্যের থেকে পৃথিবীর যে গড় দূরত্ব হনুমান চালিশায় বলা হয়েছে, তাহা পুঙ্খানুভাবে সত্য। এটি নাসা প্রমাণ করেছেন। এটি প্রকৃত সূর্যের গড় দূরত্ব। এটা আশ্চর্যজনক ভাবে অর্থবহ এবং সত্য।
লীল্যো তাই মধুর ফল জানু।।"
এই যুক্তিটির যথাযথ ব্যাখ্যা হলো- 'যুগ' শব্দটির অর্থ 'এক যুগ' অর্থাৎ বারো বছর, সহস্র কথার অর্থ হাজার, আর যোজন শব্দটির অর্থ অষ্ট মাইল। অর্থাৎ
যুগ × সহস্র × যোজন
১২০০০ × ১০০০ × ৮
= ৯৬০০০০০ মাইল
১ মাইল= ১.৬ কিলোমিটার
= ৯৬০০০০০ × ১.৬ কিমি
= ১৫৩৬,০০০,০০০,০০ কিমি।
মধুর ফল বলতে হণুমান চালিসায় সূর্যকে বুঝিয়েছে। হনুমান শৈশবে ক্ষুধার্তে সূর্যকে লাল ফল বা মধুর ফল ভেবে খেতে গিয়েছিল। হনুমান সত্যই খেতে গিয়েছিল নাকি, তাহা বলছিনা। তবে এই শ্লোকের মাধ্যমে সূর্যের থেকে পৃথিবীর যে গড় দূরত্ব হনুমান চালিশায় বলা হয়েছে, তাহা পুঙ্খানুভাবে সত্য। এটি নাসা প্রমাণ করেছেন। এটি প্রকৃত সূর্যের গড় দূরত্ব। এটা আশ্চর্যজনক ভাবে অর্থবহ এবং সত্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন