☣#কামারপুকুরের_সাদা_বোঁদের_কথা☣ "যদি কুমড়োর মত, চালে ধ'রে রত, পানতোয়া শত শত। আর, সরষের মত, হ'ত মিহিদানা, বুঁদিয়া বুটের মত।।" রজনীকান্ত সেনের কল্যানী কাব্যগ্ৰন্থের ঔদারীক গানে বাংলার বিভিন্ন প্রকার মিষ্টান্নের উল্লেখ করেছেন। এই গানে বুঁদিয়া বা বোঁদের উল্লেখ পাওয়া যায়। ...